৬১—তে মা!

যুগান্তর প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ২২:১৬

মা হওয়ার জন্য কতোই না প্রতীক্ষা করতে হয় একজন নারীকে। একটা বয়সের পর তো শত চেষ্টা করেও মাতৃত্বের স্বাদ নিতে পারেন না একজন নারী। এবার সবাইকে অবাক করে দিয়ে ৬১ বছর বয়সে মা হয়েছেন এক নারী। উত্তর মেসিডোনিয়ায় ঘটেছে এমনটি।


গত মঙ্গলবার ৬১ বছর বয়সে পেটার নামে এক শিশুর জন্ম দিয়েছেন এক নারী। যিনি এখন দেশটিতে সবচেয়ে বেশি বয়স্ক মা। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে এমনটি।


স্কোপজে ইউনিভার্সিটি ক্লিনিক অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স-এ ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে জন্ম হয়েছে শিশুটির। ক্লিনিকের পরিচালক ইরেনা আলেক্সিওস্কা পাপেস্তিয়েভ এই অর্জনকে চিকিৎসা বিজ্ঞানের একটি মাইলফলক হিসেবে স্বাগত জানিয়েছেন।


তিনি বলেন, ‘৬১ বছর বয়সী রোগীর দ্বারা শিশু পেটারের জন্ম দেখায় যে ওষুধের ধারা প্রায় সব কিছুই সম্ভব।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us