হিমালয় কন্যা বলে খ্যাত পঞ্চগড় জেলায় বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। কুয়াশার পরিমাণ কম ও আকাশ পরিষ্কার থাকায় দিনে ঝলমলে রোদ থাকলেও রাত হলেই তাপমাত্রা কমতে থাকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, জেলায় দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে থাকলেও শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
যা এ মৌসুমের এবং সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। তবে রোদের কারণে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি আর মঙ্গলবার ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা থাকলেও ভোরেই আকাশে উঁকি দিয়েছে সূর্য। কিছুক্ষণ পর ঝলমলে রোদ দেখা দিলেও সবুজ ঘাসের ডগায় টলমল করতে দেখা যায় শুভ্র শিশির।