তাৎক্ষণিক বার্তা বা ছবি আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। বিষয়টি অজানা নয় হোয়াটসঅ্যাপের কাছেও। আর তাই এবার অন্য ব্যক্তিদের পাঠানো বার্তা বা ছবি ফরোয়ার্ড করার সময় নিজস্ব মন্তব্য বার্তা আকারে যুক্ত করার সুযোগ চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা অন্যদের পাঠানো বার্তা, ছবি, ভিডিও বা লিংক নির্বাচিত ব্যক্তিদের ফরোয়ার্ড করার সময় চাইলে নিজের মতামতও যুক্ত করতে পারবেন। এর ফলে মূল প্রেরকের পরিচয় জানানোর পাশাপাশি বার্তাটির গুরুত্ব সম্পর্কে প্রাপককে সহজেই জানানো যাবে। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরখ করা হচ্ছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো বার্তা, ছবি, ভিডিও বা জিআইএফ ফরোয়ার্ড করার সময় নতুন বার্তা যুক্ত করা যায় না। আর তাই ফরোয়ার্ড করার পর আলাদাভাবে প্রাসঙ্গিক বার্তা পাঠাতে হয়। নতুন সুবিধাটি চালু হলে ফরোয়ার্ড করার সময়ই ব্যবহারকারীরা প্রাসঙ্গিক বার্তা যুক্ত করে পাঠাতে পারবেন।