গ্রহাণু অনুসন্ধানে বিপ্লব ঘটাবে এই চীনা ‘রোবট বিড়াল’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১৭:৪৯

সম্প্রতি বিড়াল থেকে অনুপ্রাণিত হয়ে নতুন এক রোবট তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। রোবটটি গ্রহাণু অনুসন্ধানে বিপ্লব ঘটাবে বলে দাবি তাদের।


বিড়ালের মতো দেহের ভঙ্গিমা পরিবর্তন করে কম মাধ্যাকর্ষণ রয়েছে এমন পরিবেশেও আটকে থাকবে রোববটি। আর এভাবেই এটিকে ডিজাইন করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ড।


চার পাওয়ালা রোবটটির জন্য এক বিশেষ ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছেন চীনের ‘হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি’র গবেষকরা। বিড়ালদের পা মোচড়ানো ও সফলভাবে থাবা দেওয়ার সক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে এ রোবটটি বানিয়েছেন তারা।


গবেষণাটি গত মাসে প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জার্নাল অফ অ্যাস্ট্রোনটিক্স’-এ। প্রকাশিত নিবন্ধ বলছে, সমন্বিতভাবে নিজের চারটি পা নাড়াতে ও পড়ন্ত অবস্থায় নিজের ভঙ্গিমাও সামঞ্জস্য করতে পারে এটি।


বিভিন্ন গ্রহাণুর মতো কম মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে এমন মহাজাগতিক পরিবেশে রোবট ও এর মধ্যে থাকা নতুন উন্নতমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে চলাচল করতে পারে কি না তা-ও খতিয়ে দেখেছেন বিজ্ঞানীরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us