পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জেতায় নিশ্চিত হয়ে গিয়েছিল বিষয়টি। এবার জানা গেল আনুষ্ঠানিকভাবে। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই ২০২৪ সাল শেষ করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বৃহস্পতিবার শেষবারের মতো সদস্য দেশগুলোর চলতি বছরের র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে দেখা যায়, তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা নতুন বছর শুরু করবে এক নম্বরে থেকে।
এই মাসে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দুটি ম্যাচ খেলে আলবিসেলেস্তেরা। ঘরের মাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতার আগে প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরে যায় তারা। তাই শীর্ষে থাকলেও তাদের রেটিং পয়েন্ট কমেছে ১৬.২৫। তাদের এখনকার রেটিং পয়েন্ট ১৮৬৭.২৫, আগে ছিল ১৮৮৩.৫০।