ইসকন কী অন্য কোনো দেশে আন্দোলন করে, নজরুলের প্রশ্ন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১৭:১১

পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলীর সঙ্গে ‘পতিত স্বৈরাচারের’ যোগসূত্র আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


তিনি বলেন, “অন্য একটা সংগঠন সম্প্রতি যা করতেছে আমি নামও নিতে চাই না। তারা (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন) দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে। জিজ্ঞাসা করেন, বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে, লং মার্চের ঘোষণা দেয়, এই ধরনের আন্দোলন করে।


“কেন এখানে করা হয় এবং কেন এত বছর ধরে যে নিপীড়ন-নির্যাতন চলেছে তখন কোনো প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে?”


জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় কথা বলছিলেন নজরুল।


ইসকনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তারা (ইসকন) এদেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কী কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? আর তারাও বিবৃতি দেয়।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us