ভারতের কুখ্যাত সন্ত্রাসীদের নিরাপদ গন্তব্য যুক্তরাষ্ট্র! সঙ্গী ভুয়া পাসপোর্ট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১৭:০২

খুনখারাবি, চাঁদাবাজি, বলিউড তারকা থেকে শুরু নামিদামি লোকজনকে হত্যার হুমকির সঙ্গে জড়িত ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এবং তালিকাভুক্ত অন্য সন্ত্রাসীরা নিরাপদ আত্মগোপনের জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছে।


এনডিটিভি বলছে, কয়েক মাস আগে দিল্লির একটি সেলুনে জোড়া খুনের ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে এমন তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।


গুলি চালাতে সিদ্ধহস্ত হর্ষ ওরফে চিন্টু নামের গ্রেপ্তার ওই সন্ত্রাসী পুলিশকে জানিয়েছেন, ভুয়া পাসপোর্ট নিয়ে ‘ডানকি’ রুট ধরে তাদের অপরাধজগতের অনেক সঙ্গী আমেরিকায় পৌঁছাচ্ছে।


অভিবাসনের জন্য যে অবৈধ পথে মানুষ ব্যবহার করে, তাকে ‘ডানকি’ বলা হয়।


এই প্রক্রিয়ায় গোল্ডি ব্রার, আনমোল বিষ্ণোই, রোহিত গোদারা, মন্টি মান এবং পবনের মতো কুখ্যাত সন্ত্রাসীরা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন বলে ধারণা করা হচ্ছে।


গত বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর থেকে ২২ বছর বয়সী হর্ষকে গ্রেপ্তার করা হয়। আরেকটি ভুয়া পাসপোর্ট জোগাড়ের জন্যই তিনি সেখানে গিয়েছিলেন বলে পুলিশের কর্তাদের দাবি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us