মায়াবি তিন ডাইনি, কোনো কিছুতেই থেমে থাকেন না যারা

যুগান্তর প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৬

একজন রসালো প্রাচীন শৈলীর ‘দুষ্ট ডাইনি’র মতো রোমাঞ্চকর কিছু আর নেই। আর সেই ‘রসালো প্রাচীন শৈলীর দুষ্ট ডাইনি’ বলতে এমন এক ব্যক্তিকে বোঝায়- যিনি কেবল নীচতামূলক কাজকর্ম করে আনন্দ উপভোগ করেন। 



উদাহরণস্বরূপ- হ্যারি পটার সিরিজের মনস্তাত্ত্বিক বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জের কথা বলা যায়। যার লর্ড ভলডেমর্টের প্রতি নিষ্ঠা অপ্রতিদ্বন্দ্বী। অথবা শেক্সপিয়ারের ম্যাকবেথ-এর তিন ডাইনি, যারা ফুটন্ত কড়াইয়ের চারপাশে বসে তাদের পরবর্তী দুষ্ট কর্মকাণ্ডের পরিকল্পনা করে থাকেন। 


তাহলে আসুন, কথাসাহিত্যের সবচেয়ে কুখ্যাত কিছু ডাইনিদের পুনর্বিবেচনা করি– যারা অন্যায় কাজে নিন্দিত, অনুতাপহীনভাবে দুষ্ট এবং নির্লজ্জভাবে কূট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us