ফেসবুক রণক্ষেত্র নয়, রক্ষাকর্তাও নয়

আজকের পত্রিকা বিধান রিবেরু প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১২:০৩

মুখপুস্তক বা ফেসবুক আমাদের জনগোষ্ঠীর মনের অবস্থা বোঝার ক্ষুদ্র জানালা হলেও অগুরুত্বপূর্ণ নয়। ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার-এক্স বা থ্রেডস নয়, এ দেশের আমজনতার কাছে জনপ্রিয় হলো ফেসবুক। তারা এর ভেতর দিয়ে নিজেকে অবিরত প্রকাশ করে, আবার খবরাখবরও সংগ্রহ করে, অর্থাৎ তথ্য আদান-প্রদান করে। এই তথ্য ভুল কি সঠিক, সেই বিবেচনা আমাদের ব্যবহারকারীদের কম।


তারা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছে ঠিকই, কিন্তু সর্বোচ্চ বিবেক-বুদ্ধি ব্যবহার করছে না তথ্য গ্রহণ-বর্জনের ক্ষেত্রে। যে কারণে ফেসবুকে মিথ্যা খবর প্রচার করে বেশ ফল পাওয়া যায়। গুজব, বানোয়াট তথ্য, সাম্প্রদায়িক উসকানি, রাজনৈতিক মতাদর্শ দিয়ে অন্যকে ঘায়েল করা, কুৎসা রটান, ঘৃণা ছড়ান, এমনকি অর্ধসত্যকে সম্পূর্ণ সত্য হিসেবে প্রতিষ্ঠা করার কাজটাও সংঘটিত হয় ফেসবুকে। এটা প্রযুক্তির সমস্যা নয়, প্রযুক্তি যে ব্যবহার করছে, তার সংকট। সভ্যতার সংকট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us