১৮৯৩ সালে গঠিত হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ঢাকা স্পোর্টিং অ্যাসোসিয়েশন ১৮৯৫ সালে। ঢাকা স্পোর্টিং অ্যাসোসিয়েশন গঠন আমাদের পূর্ব বাংলার ফুটবলে ‘মাইলস্টোন’ হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৮৯৮ সাল থেকে শুরু কলকাতার ফুটবল লীগ।
আর ঢাকার লীগ শুরু ১৯১৫ সালে। ঢাকা লীগের শুরুর বছরেই খেলেছে ওয়ারী ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং, ইস্ট এন্ড ক্লাব, লক্ষ্মীবাজার স্পোর্টিং, আরমানিটোলা, সেন্ট্রাল জেল, হাটখোলা এসিসহ অন্যান্য দল।