উত্তাল বঙ্গোপসাগর, বাড়ছে বাতাসের গতি

দেশ রূপান্তর প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৯

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।


গতকাল বৃহস্পতিবার রাতে আবহাওয়া অফিসের ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮১০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us