অন্তর্বর্তী সরকারের পুলিশ বাহিনীতে সংস্কারে গঠিত কমিশন পুলিশে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে। কমিশনের খসড়া সুপারিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও কনস্টেবল নিয়োগ ছাড়া আর কোনো নিয়োগ না করতে বলা হচ্ছে। এর ফলে কনস্টেবল থেকে বিভাগীয় পরীক্ষা দিয়ে একজন এএসআই, এসআই হয়ে ইন্সপেক্টর পদে পদোন্নতি পাবেন। এ ক্ষেত্রে কনস্টেবল নিয়োগে শিক্ষাগত যোগ্যতা এসএসসির পরিবর্তে এইচএসসি করারও চিন্তাভাবনা চলছে বলে কমিশনের একটি সূত্র জানিয়েছে। এ ছাড়া পুলিশ সার্জেন্ট নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনার প্রস্তাব করা হচ্ছে।
কমিশনের একটি সূত্র জানায়, রাজনীতি ও দুর্নীতির বেড়াজাল থেকে পুলিশ বাহিনীকে রক্ষা করতে নিয়োগে এসব পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) ও কনস্টেবল নিয়োগ ছাড়া অন্য নিয়োগ বন্ধ হলে সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ না করলেও চলবে। উল্লেখ্য, বর্তমানে চলমান এসআই নিয়োগ প্রক্রিয়াতে এ সুপারিশ বাধা হবে না।