অ্যান্ড্রয়েডের জন্য নতুন প্রাইভেসি ফিচার আনতে পারে গুগল ড্রাইভ

বণিক বার্তা প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:২৬

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন সুরক্ষা ফিচার নিয়ে কাজ করছে গুগলের ক্লাউডভিত্তিক পরিষেবা গুগল ড্রাইভ। অ্যাপের কোড পরীক্ষার সময় ‘প্রাইভেসি স্ক্রিন’ নামে ফিচারটির সন্ধান পাওয়া গেছে। সাধারণত ডেভেলপার বা প্রযুক্তিসংশ্লিষ্টরা এ ধরনের কোড বিশ্লেষণ করেন, যেন নতুন বা আসন্ন ফিচারগুলো শনাক্ত করা যায়। এটি ২০২০ সাল থেকে আইওএসে রয়েছে। ফিচারটি শিগগিরই অ্যান্ড্রয়েড প্লাটফর্মেও আসছে বলে ধারণা করা হচ্ছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।


অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ড্রাইভ অ্যাপের জন্য প্রাইভেসি স্ক্রিন নামে একটি নতুন ফিচার তৈরি হচ্ছে। অ্যাপের ২-২৪-৪৬৭-৩ সংস্করণের কোড বিশ্লেষণ করার সময় এ ফিচার খুঁজে পাওয়া গেছে। এটি অন থাকলে অ্যাপে প্রবেশের আগে ব্যবহারকারীদের পরিচয় শনাক্তকরণের (authentication) প্রয়োজন হতে পারে। তবে প্রাইভেসি স্ক্রিন ফিচারের কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কোড বিশ্লেষণ থেকে জানা যায়, এটি চালু থাকলেও শেয়ার করা ডাটা অন্য অ্যাপের ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে দেখা যেতে পারে। এছাড়া এটি নোটিফিকেশনসহ অন্যান্য সিস্টেম ফিচারের সুরক্ষা নাও দিতে পারে। আইওএসেও ফিচারের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ফাইলস অ্যাপের সঙ্গে শেয়ার করা ফাইল ও ফটোস অ্যাপের সঙ্গে শেয়ার করা সব ছবি এ ফিচার সুরক্ষা দিতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us