এ অঞ্চলের অনেক বৈশিষ্ট্যের একটি হলো হিন্দু-মুসলমানের ঝগড়া। এর শুরু কবে থেকে? আমরা অনেকেই নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে সাফসুতরো থাকতে চাই। তাই আমরা বলি, ব্রিটিশ উপনিবেশবাদীরা ‘ডিভাইড অ্যান্ড রুল পলিসি’ দিয়ে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দিয়েছে। তা না হলে আমরা তো বেশ ছিলাম, আগে কী সুন্দর দিন কাটাইতাম!
আমার মনে হয়, ব্যাপারটা উল্টো। ব্রিটিশ উপনিবেশবাদীরা যেটা করেছে, সেটা হলো ‘ইউনাইট অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড কুইট’। তারা ভারতকে এক করেছিল। আধুনিক ভারত রাষ্ট্রের গোড়াপত্তন হয় তাদের হাতে। বিদায় নেওয়ার সময় তারা দেশটা ভাগ করে দিয়ে গেছে। বাংলার ভয়াবহতম হিন্দু-মুসলমান খুনোখুনির পটভূমিতে ছিল দেশের এই বিভক্তি।