ঘুষ ও প্রতারণা-কাণ্ডের জেরে আরেকবার ধাক্কা খেল ভারতের আদানি গোষ্ঠী। এবার আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা এসঅ্যান্ডপি আদানি গোষ্ঠীর তিনটি কোম্পানির ঋণমান কমিয়ে ‘নেগেটিভ’ বা নেতিবাচক করেছে। অর্থাৎ আদানি গোষ্ঠীর ওই সব কোম্পানিকে ঋণ দেওয়া এখন ঝুঁকিপূর্ণ। অর্থ পরিশোধ হওয়া নিয়ে সংশয় আছে।
এসঅ্যান্ডপির দাবি, যেভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় দপ্তর ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগরের (সঙ্গে আরও কয়েকজন কর্মকর্তা) বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাতে আদানি গোষ্ঠীর সার্বিক ভাবমূর্তিতে ধাক্কা লাগবে। আবার প্রশ্নের মুখে পড়বে কোম্পানিগুলোর পরিচালনব্যবস্থা। ঋণমান কমে যাওয়ায় বাজার থেকে মূলধন সংগ্রহ কঠিন হতে পারে তাদের জন্য। খবর ইকোনমিক টাইমসের