মুখের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকেই। বিশেষ করে মুখের দুর্গন্ধ নিয়ে পড়তে হয় অস্বস্তিতে। কারও সঙ্গে কথা বলতে সময় ভুগতে হয় হীনমন্যতায়। কারণ মুখ খুললেই দুর্গন্ধ ছড়ায়। এছাড়া আছে মাড়ির সমস্যা। এ ধরনের সমস্যা দূর করার জন্য ঘরোয়া উপায়ে বেছে নেওয়া যেতে পারে। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পরিচিত একটি মসলা। নাম তার লবঙ্গ। এই মসলাকে ন্যাচরাল মাউথ ফ্রেশনারও বলা হয়। চলুন জেনে নেওয়া যাক এটি কীভাবে কাজ করে-
মুখের দুর্গন্ধ দূর করে
লবঙ্গের অন্যতম কার্যকারিতা হলো এটি মুখের দুর্গন্ধ দূর করে। এটি মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়াল প্রপার্টি দূর করে। আপনি যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তবে কয়েকটি লবঙ্গ মুখে পুড়ে নিয়ে চিবিয়ে নিন। এভাবে অভ্যাস করলে মুখের দুর্গন্ধ অনেকটাই দূর হবে। এছাড়া মুখের ভেতরের স্বাস্থ্যও ভালো থাকবে। তাই এ ধরনের অস্বস্তিকর সমস্যা এড়াতে উপকারী এই মসলা কাজে লাগাতে পারেন।