ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ ঠেকাতে যা করতে হবে

প্রথম আলো প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯

ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণ খুবই ছোঁয়াচে। এটি সহজেই ত্বক ও ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এমনকি পরিবেশ থেকেও ছড়াতে পারে। ছত্রাকের বংশবৃদ্ধি ও ছড়ানোর প্রক্রিয়াগুলো এমনভাবে কাজ করে, যা এটিকে সংক্রমণ ছড়ানোর উপযোগী করে তোলে।


জেনে নিন কীভাবে এই ছত্রাক বা ফাঙ্গাস ছড়ায়


স্পোর বা ছত্রাকের কণা: ফাঙ্গাস স্পোর তৈরি করে, যা খুব হালকা এবং দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে। এসব স্পোর সংক্রামিত ত্বক বা চুল থেকে পড়ে সহজেই অন্যের ত্বকে লেগে যেতে পারে।


উষ্ণ, ঘর্মাক্ত ও স্যাঁতসেঁতে পরিবেশ: ছত্রাক উষ্ণ ও স্যাঁতসেঁতে পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে। যেমন ঘর্মাক্ত ত্বক,


জনসমাগমপূর্ণ স্থানের মেঝে (পাবলিক শাওয়ার বা সুইমিং পুল) বা ভেজা পোশাক।


আক্রান্ত ত্বকের সংস্পর্শ: ফাঙ্গাল ইনফেকশনযুক্ত ব্যক্তির ত্বকের সঙ্গে সরাসরি শারীরিক সংস্পর্শে এলে সহজেই ছত্রাক ছড়িয়ে পড়ে।


নোংরা বস্তু: ছত্রাক নোংরা তোয়ালে, জামাকাপড়, বিছানার চাদর, চিরুনি বা জুতার মাধ্যমে ছড়াতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us