সবকিছুতে ‘লীগের ভূত’ দেখতে হবে কেন

প্রথম আলো মনোজ দে প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩১

জার্মান মানবতাবাদী দার্শনিক ও সমাজ-মনস্তত্ত্ববিদ এরিক ফ্রম তাঁর ‘ম্যান কনসেপ্ট অব মার্কস’ বইয়ে ব্যাখ্য করে দেখিয়েছেন, যেকোনো রাজনৈতিক সিদ্ধান্তের দুই ধরনের মূল্য থাকে। বর্তমানের সঙ্গে মূল্যটা ভবিষ্যতেরও। রাজনীতি ও রাজনীতিবিদদের কারবার তাই বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে।


ফ্রম মনে করতেন, রাজনীতির মূল কাজটা হলো বর্তমানের সঙ্গে ভবিষ্যতের সেতুবন্ধন গড়ে দেওয়া।


বাংলাদেশের রাজনীতিতে খানিকটা বর্তমান থাকলেও ভবিষ্যৎ নেই। সেখানে প্রবলভাবে প্রতাপ চলে অতীতের। অথচ রাজনীতিতে অতীতের কোনো বাস্তব মূল্য সামান্যই। কারণ, বেকারত্ব, জিনিসপত্রের দাম, মানুষে–মানুষে অসাম্য, চিকিৎসা, শ্রমিকদের বেতন-ভাতা, ব্যাংক লুট, পাচার, ডিমের দাম, স্বাধীনভাবে মতপ্রকাশ থেকে শুরু করে খাদ্যোৎপাদনের মতো বিষয়গুলো বর্তমানে দাঁড়িয়েই সমাধান করতে হয়। আর সমাধানটা কী হচ্ছে, তার রেশ ভবিষ্যতে চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us