মৌলিক বিষয়ে ঐক্যের বিকল্প কি কিছু আছে?

ঢাকা পোষ্ট মানজুর-আল-মতিন প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১৫:৩৭

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পেরিয়েছে। মুক্তির আনন্দের সাথে গগনচুম্বী স্বপ্ন নিয়ে এসেছিল এবারের বর্ষা। যে শ্রমিক জীবন দিয়েছেন, হয়তো তিনি ভেবেছিলেন মুক্ত বাংলাদেশে তার সন্তান অনাহারে থাকবে না। যে নারী রাস্তায় নেমে সমান তালে লড়েছেন পুরুষের পাশাপাশি, জীবন দিয়েছিলেন যাদের অনেকে, তারা কি এমন এক সমাজের স্বপ্ন দেখেননি, যেখানে তাদেরও মাথা উঁচু করে বাঁচার অধিকার থাকবে?


পাহাড় কিংবা সমতল থেকে যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা এসে দাঁড়িয়েছিলেন জুলাইয়ের রক্তস্নাত রাজপথে, তারাও কি সমান অধিকারের স্বপ্ন দেখেননি? মাদ্রাসার যে শিক্ষার্থী লড়াইয়ে মাঠে এসে দাঁড়িয়েছিল ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থীর পাশে, তারাও কি সমাজে সমান সুযোগ আর অধিকার পাওয়ার স্বপ্ন দেখেননি?


জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিস্মৃতি আর অবহেলার অন্তরাল থেকে কাজী নজরুল ইসলামকে নতুন করে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। এদেশের তারুণ্যের মুক্তির সংগ্রামে শক্তি দিয়েছে তার গান-কবিতা। দেয়ালে দেয়ালে নজরুলের লেখনী স্বপ্ন দেখিয়েছে নতুন বাংলাদেশের। আজকের প্রেক্ষাপটে মনে পড়ছে তার অমর সৃষ্টি ‘সাম্যবাদী’ কবিতার কথা।


‘গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।
গাহি সাম্যের গান!’


জুলাইয়ের উত্তাল দিনগুলো সব বাধা-ব্যবধান ঘুচিয়ে সবাইকে এক কাতারে এনেছিল বলেই স্বৈরাচার হটাতে পেরেছি আমরা। ৫ অগাস্টের পর দেশে না ছিল পুলিশ, না ছিল কোনো সরকার। কিন্তু তারপরও সবাই মিলে অরাজকতা ঠেকিয়েছি।



ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাড়ায় মহল্লায় কমিটি করে ডাকাতি ঠেকিয়েছে এলাকার মানুষ। থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এ সবই আমাদের অর্জন। গণপিটুনির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে এই সময়। কিন্তু তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছে দেশের মানুষ।


সব ছাপিয়ে মুক্ত ১০০ দিন পর প্রকট হয়ে দেখা দিচ্ছে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শক্তির মধ্যে আলোচনার অভাব। সন্দেহ নেই যে, এই আন্দোলনে স্বৈরাচার হাসিনাকে সরাতে যারা এক হয়েছিলেন তাদের মধ্যে নানা রাজনৈতিক মতাদর্শ রয়েছে। কেউ জাতীয়তাবাদী, কেউ ইসলামি, কেউ সমাজতন্ত্রী রাজনৈতিক হয়ে মাঠে ছিলেন দশকের পর দশক জুড়ে।


পনের বছর এদের কেউই সভা-সমাবেশ তো দূরে থাক, মন খুলে কথা পর্যন্ত বলতে পারেনি, পাছে ফোন আলাপ ফাঁস হয়ে যায়। জুলাইয়ের বড় অর্জন সে ভয় দূর করতে পারা। প্রতিদিন শুধু ঢাকা শহরেই অনেক সভা-সেমিনার হচ্ছে। তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্নজন তাদের দর্শন আর রাজনীতির কথা জানাচ্ছেন সবাইকে। এ সবই ইতিবাচক। এই ভিন্নমত প্রকাশ গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ।


সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। শেখ হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভিন্নমত দমনে, তাদের নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করা। বিএনপি কিংবা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি আওয়ামী লীগ। কিন্তু দিন শেষে আওয়ামী লীগ নিজেই আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us