স্বস্তির খোঁজে মানুষ, কীভাবে মিলবে

প্রথম আলো প্রতীক বর্ধন প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ২১:৫২

গণ-অভ্যুত্থানের পর যে ধরনের বিশৃঙ্খলা সাধারণত হয়, বাংলাদেশেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। সমস্যা হচ্ছে, এই পরিস্থিতি বেশি দিন ধরে চললে জনগণের মধ্যে হতাশা বাড়তে থাকবে। যেকোনো সরকার ক্ষমতায় আসার পর প্রথম ও প্রধান কর্তব্য হলো মানুষকে স্বস্তি দেওয়া। মানুষ যেন মনে করে, এই সরকার তাদের সরকার।


শুরু করা যাক দ্রব্যমূল্য দিয়ে। সাম্প্রতিক অতীতে পৃথিবীতে যত গণ-অভ্যুত্থান হয়েছে, তার পেছনে অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সেই সঙ্গে সুশাসনের অভাব। আরব বসন্তের সূত্রপাত তিউনিসিয়ার সবজি বিক্রেতা মুহাম্মদ বুয়াজিজির আত্মাহুতির মধ্য দিয়ে। মূলত পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন; তাঁর সেই জ্বলন্ত শরীরের ছবি বিশ্বগণমাধ্যমে ঠাঁই পায়। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। বারুদ প্রস্তুতই ছিল, তাতে আগুনটা ছুঁইয়ে দেয় তাঁর আত্মহনন।


আমাদের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পাটাতন তৈরি করেছিল উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের অভাব, অপশাসন ও দুর্নীতি। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের ক্ষোভ ছিল চরম; জনপ্রশাসন থেকে শুরু করে সরকার-সংশ্লিষ্ট সবার প্রতিই তা ছিল। ফলে আগুন দাবানলে হয়ে ছড়িয়ে পড়তে সময় লাগেনি।


কথা হলো, মানুষ স্বস্তি চায়। এটি থাকলে সরকারে কে থাকল বা তাদের রাজনৈতিক অভিপ্রায় কী, সেসব অতটা ধর্তব্যে আসে না। শেখ হাসিনা যে ২০১৪ ও ২০১৮ সালে একতরফা নির্বাচন করেও পার পেয়ে যান, তার মূল কারণ অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। তখন বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে, দুর্নীতি ছিল, মূল্যস্ফীতি ছিল ৬ শতাংশের ঘরে। সবচেয়ে বড় কথা হলো, সামষ্টিক অর্থনীতিতে একধরনের স্থিতিশীলতা ছিল। সেই স্থিতিশীলতা কাজে লাগিয়ে আরও অনেক কিছু করা সম্ভব ছিল, যা হয়নি। রাজনৈতিক বিভক্তি থাকলেও সমাজে একরকম স্থিতিশীলতা ছিল।



সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বিনষ্ট হতে শুরু করে কোভিডের সময়; এরপর ২০২২ সাল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে পরিস্থিতির গুরুতর অবনতি হয়। সেই সঙ্গে ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধি ও বড় বড় দুর্নীতির খবর বিভিন্নভাবে প্রকাশিত হতে শুরু করে। অবিশ্বাস্য দুর্নীতি ও লুটপাটের খবর মানুষ জানতে শুরু করে। সরকারি মদদে ঘটা এসব দুর্নীতি ও লুটপাটের ঘটনা মানুষকে ক্ষুব্ধ করে। তখন মানুষের মধ্যে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এমনকি ব্যাংকে টাকা রাখা নিরাপদ হবে কি না, অনেক মানুষ সাংবাদিকদের কাছে তা জানতে চাইতেন। সুশাসনের অভাব, গণতন্ত্রহীনতা, বিচারহীনতা, সরকারের দমনমূলক আচরণ ও একগুঁয়ে মনোভাব, পুলিশের দলীয় ক্যাডারের মতো আচরণ ও সরকারি দলের লোকজনের স্বেচ্ছাচারিতা—   এসব কিছুই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পটভূমি তৈরি করে।


কিন্তু প্রথম সমস্যা হলো, যে উচ্চ মূল্যস্ফীতি নিয়ে এত দিন এত কথা বলা হয়েছে, তা এখনো চলমান। সেই পরম্পরা থেকে মুক্তির লক্ষণ দেখা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দেশে মুদ্রানীতি বা শুধু কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ দিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। সে জন্য সমন্বিত উদ্যোগ দরকার।


আগস্ট মাসে বন্যা ও তারপর অতিবৃষ্টিতে ফসলহানি হবে জানা কথা, কিন্তু সে জন্য বিশেষ প্রস্তুতি কি ছিল? বাজারে কখন কোন পণ্যের সরবরাহসংকট হতে পারে, তা আগেভাগে নিরূপণ করে কি আমদানি আরও উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে? এমনকি দেশীয় পোলট্রি ব্যবসায়ীরা সরকারকে ডিম আমদানি করতে দিতে চায় না। তাঁদের মুখে সেই একই খোঁড়া যুক্তি, আমদানি করলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে; মানুষের দুরবস্থা তাঁদের হৃদয় বিগলিত করতে পারে না।


ডিমের দাম ডজনপ্রতি ১৮০ টাকায় ওঠার পরও তাঁরা এই অবস্থান নেন। সরকার অবশ্য আমদানির অনুমতি দিয়েছে। কিন্তু যখন আমাদের ঘাড়ের ওপর এসে পড়ছে, তখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আগেভাগে ব্যবস্থা নিতে পারছি না। ডিমের দাম তিন থেকে চার দিনের মধ্যে কমে গেছে ঠিক; কিন্তু এই কয় দিনের দুর্ভোগ মানুষের মনে থাকবে; বিশেষ করে নিম্ন আয়ের মানুষের। মাছ-মাংসের দাম আগে থেকেই বাড়তি, অতিবৃষ্টিতে সবজির দামও বাড়তি—এ বাস্তবতায় তাঁদের সবেধন নীলমণি ছিল ডিম। কিন্তু সেই ডিমের দাম ডজনপ্রতি ১৮০ টাকায় উঠে যাওয়া তাঁদের পেটে লাথি মারার শামিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us