রঙ্গ রসে ভরপুর, তার নাম রংপুর। চারদিকে গাছগাছালি। সবুজের মায়ায় ভরা প্রকৃতি, শান্ত আর স্নিগ্ধ। পাখির কিচিরমিচির কলতান। মেঠো পথের অপরূপ দৃশ্য। বুকভরা টাটকা বাতাসে শ্বাস নিয়ে ঘুরে বেড়ানোর প্রাণজুড়ানো আমেজ।
এই রংপুর নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার রংপুর। কৃষক-সন্ন্যাসী বিদ্রোহের নূরলদীনের রংপুর। সেই রংপুর আর এখনকার রংপুরকে মিলিয়ে দেখতে ঘুরতে পারেন এই জেলায়। এখানে খুঁজে পাবেন জ্বলজ্বলে ইতিহাস। কালের বিবর্তনে পথ-ঘাট-প্রান্তর বদলে গেছে, তাই বলে প্রাচীন পুরাকীর্তি তো মুছে যায়নি; বরং অনেক নতুন অধ্যায় সূচিত হয়েছে। বদলে গেছে জীবনচিত্র।