রোজ সোশ্যাল মিডিয়ায় কত ধরনের হ্যাক শেয়ার করা হয়। এর মধ্যে কিছু হ্যাক ব্যাপক ভাইরাল হয় ইন্টারনেটে। সে সব উপায় দৈনন্দিন জীবনে কাজে লাগানোর চেষ্টা করেন অনেকে।
তাতে বেশ কিছু ঝক্কি এড়ানোও যায়। সম্প্রতি এমনই এক হ্যাক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। সেই ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) এখন ব্যাপক ভাইরাল।