ছেলেবেলায় মা-ঠাকুমাদের মুখে খরগোশ এবং কচ্ছপের গল্প সকলেই শুনেছেন। বইয়ের পাতাতেও হয়তো পড়ে থাকবেন। সেখানে খরগোশ এবং কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল। শ্লথ গতির জন্য প্রথমে যদিও কচ্ছপকে তাচ্ছিল্য করেছিল খরগোশ। তবে হেলে দুলে চলেও শেষে খরগোশকে হারিয়ে দেয় কচ্ছপ।
গল্পের বইতে এই কাহিনি আমরা পড়েছি। সেই কাহিনি এ বার বাস্তবের মাটিতে পরখ করে দেখা হলো। যাচাই করা হলো, কচ্ছপ ও খরগোশের মধ্যে কে জয়ী হয়। সেই পরীক্ষার ভিডিয়ো ভাইরাল হলো ইন্টারনেটে।