৩ দিনেও উদ্ধার হয়নি অপহৃত যুবক, অর্ধ কোটি টাকা মুক্তিপণ দাবি

যুগান্তর প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩

কক্সবাজার টেকনাফের হ্নীলা নাটমোড়া পাড়া এলাকা থেকে অপহৃত যুবক মোঃ আতিককে তিন দিনেও উদ্ধার করা যায়নি। অপহরণকারীরা অর্ধ কোটি টাকা মুক্তিপণ চেয়েছে বলে জানিয়েছেন তার বাবা আব্দুস সালাম। মুক্তিপণ না দিলে আতিককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 


জানা যায়, গত বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা হয়। 


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় মুচনী পাড়ার পশ্চিমের গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। তাকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে তারা। 


অপহৃত আতিকের পিতা আব্দুস সালাম যুগান্তরকে বলেন, তিন দিন আগে মুচনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আলম নামের এক রোহিঙ্গা যুবক আমার ছেলে আতিককে তার বাড়িতে দাওয়াতের কথা বলে নিয়ে যায়। পরে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ক্যাম্প এলাকা থেকে অপহরণ চক্রের সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এখন তাকে মুক্তি দিতে পাহাড়ি অপহরণ চক্রের সদস্যরা ৫০ লাখ টাকা দাবি করছে। তিনি আরো বলেন, আমি আমার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us