একটা সময় ছিল যখন পরার পর সুন্দর লাগাটাই ছিল পোশাকের মূল বিবেচ্য। আরাম ও নিজস্বতা আছে কি নেই, অনেকেরই সেটা নিয়ে মাথাব্যথা ছিল না। তরুণ প্রজন্মের কাছে এখন কিন্তু আরামটাই মুখ্য, পাশাপাশি তারা তৈরি করতে চায় নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।
এই দুই চাহিদা মেটাতে অনেকেই পরছেন কামিজ বা শার্ট কামিজ। ফ্যাশন হাউসগুলোতেও ওয়ান পিস হিসেবে পাওয়া যাচ্ছে। ক্যাজুয়াল বা আধা আনুষ্ঠানিকভাবে যখন তৈরি হন, ওয়ান পিসের এই পোশাকগুলোকে মিক্সড অ্যান্ড ম্যাচ ধারায় যথাযথভাবে ব্যবহার করা যায়। এতে একই পোশাকে নিয়ে আসা যায় ভিন্নতা।