একটি ফেইসবুক প্রোফাইল কে কে ফলো বা অনুসরণ করছে সেটি দেখার সুযোগ রয়েছে এ প্ল্যাটফর্মে। নির্দিষ্ট ভাবে কোনো প্রোফাইলের বন্ধু তালিকায় যুক্ত না হয়েই সেখানের পোস্ট নিজেদের টাইমলাইনে দেখার জন্য অনেকেই ফলো অপশন ব্যবহার করেন।
দরকারে বা শুধুই কৌতূহল থেকে অনেকেই দেখতে চাইতে পারেন তাদের কারা ফলো করছে।
তবে, ফেইসবুকের প্রাইভেসি সেটিংস থেকে মানুষকে ফলো করার অনুমতি না দিলে এ তালিকাও দেখা যাবেনা বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। এ ছাড়া, কারও প্রোফাইল একেবারেই নতুন হলে ফলোয়ার নাও থাকতে পারে।