দি মারিয়াকে মেসির আবেগী চিঠি

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৪

লিওনেল মেসি, আনহেল দি মারিয়া—কেউই নেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে। তবে না খেলেও আজ মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-চিলি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ছিলেন দি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে লিওনেল স্কালোনির শিষ্যরা যেভাবে সম্মান দিয়েছেন, সেটা সরাসরি না দেখতে পারায়  আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।


১৫ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোট পান মেসি। কোপার সেই ফাইনালেই আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন দি মারিয়া। দীর্ঘদিনের সতীর্থ দি মারিয়ার সঙ্গে সেটাই মেসির সবশেষ কোনো ম্যাচ। চোটগ্রস্ত মেসি আজ চিলির বিপক্ষে না থাকলেও দি মারিয়া মনুমেন্টাল স্টেডিয়ামে ঢুকতেই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শক। দি মারিয়াকে দেওয়া হয়েছে ‘গার্ড অব অনার’। এমনকি তাঁকে শূন্যে ছুড়ে উদ্‌যাপন করা হয়েছে। এসব দেখেই মেসি একটি চিঠি পাঠিয়েছেন দি মারিয়াকে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে মেসির চিঠিতে যা পাওয়া গেল,  ‘আশা করি, তুমি এই সন্ধ্যা তোমার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উপভোগ করবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us