ফোন কি আমাদের সব কথা শুনছে বা শুনতে পায়? এ নিয়ে অনেকেই উদ্বিগ্ন। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি কোম্পানি অবশেষে স্বীকার করেছে যে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পাঠানোর উদ্দেশ্যে ফোন আমাদের কথা সত্যিই শুনছে।
আমেরিকান গণমাধ্যম ‘কক্স মিডিয়া গ্রুপ বা সিএমজি’র প্রতিবেদনে উঠে এসেছে, ‘অ্যাকটিভ লিসনিং বা সক্রিয় শ্রবণ’ প্রযুক্তি রয়েছে ফোনে, যা ফোনের আশপাশে থাকাকালীন ব্যবহারকারীরা কী বলে তা ক্রমাগত শুনতে সাহায্য করে। এরপর বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করতে ব্যবহার করা হয় সেই তথ্য।
ফোন, স্মার্ট স্পিকার, অন্যান্য ইন্টারনেট বা মাইক্রোফোন রয়েছে এমন ডিভাইস ব্যবহারকারীদের ফোনে আড়িপাতা নিয়ে বছরের পর বছর ধরে উদ্বেগের পর এ খবরটি এল, যেখানে ব্যবহারকারীরা একই ডিভাইসের মাধ্যমে নজরদারির শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।