নাগাড়ে বৃষ্টিতে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গুজরাটে। সেরাজ্যের আকাশে এখনও কালো মেঘ। ভারতীয় মৌসম ভবনের তরফে গুজরাটের একাধিক জায়গায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে এখনও পর্যন্ত সেখানে বন্যা কবলিত জায়গায় মোট ৪০ জনের মৃত্যুর খবর মিলেছে।
৫৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে গুজরাটের একাধিক ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। কখনও এক হাঁটু জলে গড়বা নাচতে দেখা গিয়েছে এক ঝাঁক তরুণ-তরুণীদের। আবার কখনও জমা জলে কুমিরকে ঘুরে বেড়ানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। এই আবহেই ফের একটি ভিডিয়ো ভাইরাল হল ইন্টারনেটে।