অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে সিনেমা বানানো হবে। দেখা যাবে তার বিভিন্ন বয়সের চরিত্র। সেগুলোতে কে বা কারা অভিনয় করবেন? বুধবার (৪ সেপ্টেম্বর) নায়ক বুলবুল আহমেদের ৮৫তম জন্মদিনে সেসব জানতে চাওয়া হয় মেয়ে ঐন্দ্রিলার কাছে।
বুলবুল আহমেদ ১৯৪১ সালের এই দিনে পুরান ঢাকার আগামসি লেনে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার নাম রাখা হয় তাবাররুক আহমেদ বুলবুল। সিনেমায় অভিনয় করতে এসে তিনি বুলবুল আহমেদ নামে পরিচিতি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে এমএ পাস করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ‘ডাকসু’ ও এসএম হল আয়োজিত বিভিন্ন নাটকে অভিনয় করতেন। ১৯৬৩ সালে এমএ পাশ করে কাজ নেন বেতারে। পারিশ্রমিকে সংসার চালাতে কষ্ট হতো বলে চাকরি নিয়েছিলেন ব্যাংকে।