চোখে কাজল, লেন্স ও আইশ্যাডো ব্যবহারের আগে জেনে নিন এই ৭ বিষয়

প্রথম আলো প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৭

চোখ শরীরের অন্যতম সংবেদনশীল অঙ্গ। একইভাবে চোখের আশপাশের ত্বকও অত্যন্ত সংবেদনশীল। চোখের পাতার কিছু পরিচিত সমস্যা হলো চোখের অঞ্জনি, চোখের পাপড়ি, পাতার প্রদাহ ইত্যাদি। অনেক সময় ভেজাল বা মেয়াদোত্তীর্ণ চোখের প্রসাধন, যেমন আইলাইনার, মাসকারা, কাজল ইত্যাদি ব্যবহারের ফলে এসব রোগের উপসর্গ দেখা দিতে পারে।


চোখের আর্দ্রতা বজায় রাখার জন্য চোখের পাতায় অনেক গ্রন্থি থাকে, যা মেবোমিয়ান গ্ল্যান্ড নামে পরিচিত। মেবোমিয়ান গ্রন্থি কিছু তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে, যা চোখের আর্দ্রভাব ধরে রাখে। মেকআপসামগ্রী ব্যবহারের ফলে অনেক সময় এসব মেবোমিয়ান গ্রন্থির মুখ বন্ধ হয়ে চোখে শুষ্কতা দেখা দেয়। আর চোখ শুষ্ক হলে চোখের ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।



চোখে আইশ্যাডো ও গ্লিটারজাতীয় প্রসাধনীর ক্ষুদ্র কণা থেকে অনেক সময় চোখের অ্যালার্জি বা পানি পড়া রোগ হতে পারে। কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন না করলে চোখের মণিতে ইনফেকশন হতে পারে অথবা মণির ওপরের স্তর উঠে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us