শিশুদের প্রায়ই পায়ে ব্যথা করে, বিশেষ করে পায়ের মাংসপেশিতে। বেশি হাঁটলে বা খেলাধুলা করলে ব্যথার জন্য কাঁদেও অনেক শিশু। এমনটা হলে প্রায়ই অনেকে ধরে নেন, এটি বাতজ্বর। অনেক সময় শুরু করা হয় বাতজ্বরের চিকিৎসাও। মনে রাখতে হবে যে বাতজ্বর শনাক্ত করার কিছু ক্রাইটেরিয়া আছে।
বাতজ্বরকে ইংরেজিতে বলে রিউমেটিক ফিভার। এটি একধরনের প্রদাহজনিত রোগ। শিশুদের গলায় স্ট্রেপটোকক্কাস নামের অণুজীবের সংক্রমণের পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা পরে হৃৎপিণ্ড, স্নায়ু, ত্বক, জয়েন্ট ইত্যাদি আক্রমণ করে প্রদাহ সৃষ্টি করে। সাধারণত ৫ থেকে ১৫ বছর বয়সের শিশুদের এটি বেশি হয়। ঘনবসতিপূর্ণ জায়গায় বসবাস করলে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তবে স্ট্রেপটোকক্কাস দিয়ে গলাব্যথা বা ফ্যারিনজাইটিস হলে বর্তমানে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করায় বাতজ্বরের প্রকোপ অনেকটা কমে গেছে।