দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যার পর পানি নামতে শুরু করলেও ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে; তাতে নতুন করে ভোগান্তির মধ্যে পড়ছে বন্যা কবিলত এলাকার মানুষ।
এরই মধ্যে নোয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই শত শত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন।
আবার অনেকে ভালো হয়ে বাড়িও ফিরছেন। ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি বলে জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ।
চলতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায়। এসব জেলার কোথাও কোথাও দুই সপ্তাহ ধরে টানা পানিবন্দি দিন যাপন করছে মানুষ।
টিউবওয়েল পানিতে ডুবে যাওয়ায় সুপেয় পানির অভাবে চার জেলার গ্রামীণ জনপদের অনেক জায়গায় মানুষ বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। চারদিকে পানি থাকায় অনেকে বের হতে না পেরে বাড়িতেই প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। যখন পরিস্থিতি খারাপ হচ্ছে তখন তারা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছেন।
বন্যায় ত্রাণ ও উদ্ধারে কাজ করা স্বেচ্ছাসেবীরা বলছেন, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, সরকারিভাবে শুধু তাদের তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আক্রান্ত হচ্ছেন অনেকে। তাদের তথ্য সরকারিভাবে নেই। ফলে আক্রান্তে সংখ্যা সরকারিভাবে যা জানা যাচ্ছে প্রকৃতপক্ষে তা আরও অনেক বেশি।