প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে ৭৩ পুরুষের সঙ্গে প্রতারণা!

www.kalbela.com প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২

কোনো কারণে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে অনেকেই প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। নানাভাবে প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করে থাকেন। কিন্তু তাই বলে প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা! শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। দেশটির পুলিশ একজন ট্রান্সজেন্ডার নারীকে গ্রেপ্তার করেছে; যিনি তার প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে ৭৩ জনের সঙ্গে প্রতারণা করেছেন। হাতিয়ে নিয়েছেন সাড়ে ৭ কোটির বেশি টাকা।


সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রান্সজেন্ডার ওই নারীর নাম এমি। থাই পুলিশ তার বিরুদ্ধে প্রতারণার তদন্ত করছে।



প্রতিবেদনে বলা হয়েছে, এমির সাবেক প্রেমিক ছিলেন জাপানিজ। প্রেমিক তাকে ছেড়ে যাওয়ার পর তিনি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। এরপর তিনি জাপানিজদের টার্গেট করে প্রতারণা শুরু করেন। তিনি একেকজনের কাছে গিয়ে একেক ধরনের কথা বলে অর্থ হাতিয়ে নিতেন। কখনো বলতেন তিনি তার পার্স ও পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, আবার কখনো বলতেন তিনি অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার। সম্প্রতি একজন জাপানিজ নাগরিক থাইল্যান্ড ভ্রমণে গিয়ে এমির প্রতারণা শিকার হন। এরপর বিষয়টি সামনে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us