ভিপি নুরুল হক নুর ও ড. রেজা কিবরিয়ার বিরোধীতায় বিভক্ত হওয়া গণঅধিকার পরিষদের দুপক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির তৃণমূল পর্যায়ের কর্মীরা। এক্ষেত্রে তারা ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। যদি এই দাবি না মানা হয় তাহলে গণঅবস্থানসহ বিভিন্ন কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করেছেন তারা।
শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দুপক্ষকে কয়েকটি দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।