এআইয়ের রেসিপিতে তৈরি খাবার কি হজম হবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ১৬:৫১

এআই প্রযুক্তির সহায়তায় রেস্তোরা মালিকরা কি বিভিন্ন নতুন মেনু বানিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে পারবেন? না কি এটা স্রেফ বাজে একটি রেসিপি হবে?


প্রশ্নগুলোর জবাব পেতে চাইছে বহুজাতিক পিৎজা চেইন ‘ডোডো পিৎজা’। তারা দুবাই শাখায় মোবাইল অ্যাপে চ্যাটজিপিটিভিত্তিক ‘ফ্লেভার জেনারেটর’ চালু করেছে। এই অ্যাপটি জেনারেটিভ এআইকে ৩৫টি উপকরণ ব্যবহারের সুযোগ দেয়। হিসাব বলছে, এই ৩৫টি উপকরণ মিলিয়ে তিন কোটি ধরনের পিৎজার রেসিপি পাওয়া সম্ভব।


পরীক্ষার অংশ হিসাবে ডোডো পিৎজার দুবাই শাখার প্রধান স্পার্টাক আরতুনিয়ান চ্যাটবটকে এমন এক পিৎজা রেসিপি তৈরির নির্দেশ দেন, যা ‘দুবাইয়ের জন্য সেরা হবে’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us