কুষ্টিয়ায় সংঘাতে ৯ জনের মৃত্যু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ১৫:৫৩

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলের দিকে থানাপাড়ায় ও মজমপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাতজন নিহত হন। এ ছাড়া সংঘাত-সহিংসতায় অজ্ঞাত আরও দুইজনের মৃত্যু হয়েছে।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম সব মিলিয়ে ৯ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই গুলিতে নিহত। কুপিয়ে হত্যার লাশও আছে। এসব ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়। 


নিহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বাবু (৩৫), একই এলাকার আশরাফুল ইসলাম (৩২), কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার লোকমানের ছেলে আবদুল্লাহ (১৬),  বড়বাজার এলাকার সবুজ, কুষ্টিয়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের সাবেক কর্মচারী ইউসুফ (৫০), দহকুলা এলাকার ওসামা, ভেড়ামারার জিয়া, বাকি দুইজন অজ্ঞাত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us