পটুয়াখালী থেকে ঢাকায় বেড়াতে এসেছিলেন মাখন মিয়া, সঙ্গে স্ত্রী ও ছেলে মোজাহিদ। ছয় বছরের মোজাহিদের শ্বেতীরোগ আছে, রোদে তাকাতে কষ্ট হয়। উত্তরা থেকে ভেঙে ভেঙে কারওয়ান বাজার পর্যন্ত এসেছে পরিবারটি। সঙ্গে দুটি ব্যাগ।
আজ বুধবার বেলা আড়াইটায় মাখন মিয়ার সঙ্গে কথা হয় কারওয়ান বাজার এলাকায়। স্ত্রী ও ছেলেকে নিয়ে রিকশায় মহাখালী থেকে এসেছেন। সরকারি চাকরিতে নিয়োগে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সার্ক ফোয়ারা মোড়ে রাস্তা অবরোধ করেছেন। এই পরিবারকে বহনকারী রিকশাটিকে সামনে যেতে দেননি তাঁরা।