নতুন বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের ঘরে নামিয়ে আনার অঙ্গীকার থাকলেও এই লক্ষ্য অর্জনে প্রকৃত অর্থে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টির জন্যও বিশেষ কোনো উদ্যোগ নেই। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। এ ছাড়া কর প্রশাসনে সুশাসন ও দক্ষতার অভাব রয়েছে। যে কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আহরণ করতে পারছে না।
আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এসব কথা বলেন। ঢাকায় এফডিসিতে আজ শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের যে তথ্য দিয়ে থাকে সেটি সঠিক নয়। তথ্য গোপন করার কৌশল সুশাসনের অন্তরায়। বাজেট অর্থায়নে দেশীয় ব্যাংকের ওপর অতিমাত্রায় ঋণনির্ভর হলে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাহত হবে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের যে পরিস্থিতি, তা নিয়েও চিন্তিত এবং উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। তবে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি এখনো হয়নি।