সিলেট নগরীতে প্রতিনিয়ত বাড়ছে যানজট। ট্রাফিকে জনবল সংকট প্রকট। সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি হলেও সক্ষমতা বাড়ছে না পুলিশের ট্রাফিক বিভাগের। ছোট্ট এ নগরীতে অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের। কোথাও কোথাও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষ অবতীর্ণ হচ্ছেন ট্রাফিকের ভূমিকায়।
সড়ক স্বাভাবিক রাখতে গিয়ে অবৈধ যানবাহন ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ঠিকমতো ব্যবস্থা নিতেও পারছে না তারা। রয়েছে পরিবহন শ্রমিকদের প্রভাবশালী সিন্ডিকেটের দাপট-হুমকি। এসব কারণে কমছে মামলার সংখ্যাও। ফলে বাড়ছে যান চালকদের দৌরাত্ম্য।