বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থিতি দেখা যাচ্ছে। আর তাই চাকরি থেকে শুরু করে আর্থসামাজিক সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কী প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও অ্যাকসেঞ্চর ‘জব অব টুমোরো’ শীর্ষক এক প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব তুলে ধরেছে।
অ্যাকসেঞ্চরের কর্মকর্তা (যোগাযোগ, গণমাধ্যম ও প্রযুক্তি) ক্যাথেলিন ও’রাইলি বলেন, ‘জেনারেটিভ এআইয়ের কারণে আমরা যেভাবে কাজ করছি, তার ওপর প্রভাব তৈরি হচ্ছে। এআইনির্ভর প্রযুক্তি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেশিন লার্নিং ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের ওপর প্রভাব রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আধেয় বা কনটেন্ট তৈরিসহ তথ্য অনুসন্ধান, মানুষের মতো ভাষার অনুবাদসহ জটিল কাজ করতে পারছে। এই প্রযুক্তি ভবিষ্যতের কাজের ধরনকে বদলে দেবে।’ প্রতিবেদনে ৮৬৭ পেশার ১৯ হাজার ব্যক্তির মতামত ও কাজের ধরন বিশ্লেষণ করা হয়।