দক্ষিণ গাজার মিসর সীমান্ত সংলগ্ন অঞ্চল রাফাহ খালি করে সেখানে অভিযান পরিচালনার পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এরই মধ্যে এই পরিকল্পনা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় উত্থাপন করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মিসর সীমান্ত সংলগ্ন রাফাহে বর্তমানে ১৪ লাখের কাছাকাছি মানুষ বসবাস করছেন। এদের প্রায় শতভাগই গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ফিলিস্তিনি। রাফাহে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলকে বিভিন্ন দেশ সতর্ক করলেও তা থোড়াই কেয়ার করছে দেশটি। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ‘হামাসের অবশিষ্ট সেনাদের ধ্বংস করতে’ এবার রাফাহে অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি।