একদিন, এক বছর আগে কোমায় থাকা মহিলাটি তার মায়ের একটি কৌতুক শুনে হঠাৎ হাসতে শুরু করে। আমেরিকার মিশিগানে এই চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। আসলে ওই মহিলার মা তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি তার মেয়েকে একটি কৌতুক বললেন এবং অস্বস্তিকর মহিলা হাসতে লাগলেন। এটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা।
রিপোর্ট অনুযায়ী, 41 বছর বয়সী জেনিফার ফ্লেওয়েলেন সেপ্টেম্বর 2017 সালে একটি গাড়ি দুর্ঘটনায় জড়িত ছিলেন। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে কোমায় চলে গিয়েছে। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কোমা থেকে বেরিয়ে আসার কোনও আশা না থাকা সত্ত্বেও, জেনিফারের মা এবং তাঁর সন্তানরা তার সঙ্গে দেখা করতেন এবং কথা বলতেন।