মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই অব্যাহত আছে। এ পরিস্থিতিতে রাখাইনের সিত্তে থেকে বাংলাদেশ উপদূতাবাসের কূটনীতিকদের ইয়াঙ্গুনে সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল রোববার পরিবারের সদস্যসহ তিনজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল বিকেলে ইয়াঙ্গুন থেকে মুঠোফোনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কূটনীতিকসহ মোট ছয়জন ওই মিশনে কর্মরত। এ ছাড়া তাঁদের পরিবারের চারজন সদস্য আছেন। তিনজনকে গতকাল সরিয়ে আনা হয়েছে। বাকিদেরও আগামীকাল সাময়িকভাবে ইয়াঙ্গুনে সরিয়ে আনা হচ্ছে। তবে সেখানকার বাংলাদেশ মিশনে স্থানীয় দু–একজন নাগরিক অবস্থান করবেন।