অ্যাপলের তৈরি বিভিন্ন যন্ত্রে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে চেহারা ও আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা যায়। এবার ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ‘অপটিক আইডি’ নামের নতুন শনাক্তকরণ সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল।
প্রাথমিকভাবে অ্যাপলের তৈরি ‘ভিশন প্রো’ হেডসেট ব্যবহারকারীরা অপটিক আইডি ব্যবহার করতে পারবেন। অপটিক আইডির মাধ্যমে চোখের মণি স্ক্যান করে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করা হবে। ফলে এটি চেহারা ও আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তির তুলনায় আরও বেশি নিরাপত্তা দেবে ব্যবহারকারীদের।