একনজরে ১৯৯১-২০২৪ সংসদ নির্বাচন

যুগান্তর প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত সাতটি সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে চারটি জাতীয় সংসদ পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেছে। পঞ্চম জাতীয় সংসদ ৪ বছর ৮ মাস এবং ষষ্ঠ জাতীয় সংসদ মাত্র ১২ দিন স্থায়ী ছিল।


চলতি একাদশ জাতীয় সংসদ ২৯ জানুয়ারি পাঁচ বছর মেয়াদ শেষ করতে যাচ্ছে। ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও সংসদের মেয়াদকাল সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো-


একাদশ জাতীয় সংসদ নির্বাচন : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ হয়নি। এ আসনে ৩ জানুয়ারি ভোট নেওয়া হয়।


দশম জাতীয় সংসদ নির্বাচন : ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১২টি দল অংশ নেয়। বিএনপিসহ বেশির ভাগ দল নির্বাচন বর্জন করে টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে। নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন। বাকি ১৪৭টি আসনের ১৮ হাজার ২০৮টি ভোটকেন্দ্রে ভোট হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us