দেশের অন্তত অর্ধশতাধিক আসনে নির্বাচন জমিয়ে তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এসব আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। স্বতন্ত্র প্রার্থী যেখানে শক্তিশালী কিংবা জনপ্রিয়তায় এগিয়ে সেসব আসনে চাপে দলীয় প্রার্থীরা। এরই মধ্যে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর সঙ্গেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংঘাত হয়েছে ৩০টির বেশি আসনে। নির্বাচনী সংঘাতে মৃত্যুও হয়েছে তিনজনের।
সারাদেশের অধিকাংশ আসনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীরা এগিয়ে থাকলেও অর্ধশতাধিক স্বতন্ত্রের সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে। নির্বাচন নিয়ন্ত্রণমুক্ত হলে ৩০টির বেশি আসনে স্বতন্ত্র প্রার্থী জিতে আসার সম্ভাবনা রয়েছে। প্রচার-প্রচারণা ও মাঠের নেতাকর্মীরা এমনটাই দাবি করছেন। তবে সংশ্লিষ্ট আসনগুলোর দলীয় প্রার্থী ও তাদের কর্মীদের দাবি, শেষ পর্যন্ত এ পরিবেশ থাকবে না। সবাই দল সমর্থিত প্রার্থীর পক্ষে এক হয়ে যাবে।