দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা নির্বাচনের কারণে পিছিয়ে গেল অন্তত ১৫ দিন।
নতুন বছরের প্রথম দিনের পরিবর্তে ২০১৪ সালের বাণিজ্য মেলা ১৫ জানুয়ারি শুরু করার পরিকল্পনা নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
মেলার পরিচালক, ইপিবি সচিব বিবেক সরকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চলাচ্ছি। তবে সেটা জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠন, সব কিছুর ওপর নির্ভর করছে।“