সুনামগঞ্জে গত বছরের বন্যায় নিয়ামতপুর-তাহিরপুর সড়কটির ব্যাপক ক্ষতি হয়। দুই উপজেলার ৯ কিলোমিটার দূরত্বের সড়কটি সংস্কারে সাড়ে ৩৬ কোটি টাকার একটি প্রকল্প নেয় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। কাজ শুরুর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭ কোটি ৭৮ লাখ টাকা বিল দেওয়ার প্রস্তাব করে সওজ। গত জুন মাসে ১ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ করা হলেও এখনো পুরোদমে কাজ শুরু হয়নি।
সুনামগঞ্জ সওজ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের বিশ্বম্ভরপুর অংশের নিয়ামতপুর থেকে উত্তরে তাহিরপুর উপজেলায় একটি সড়ক চলে গেছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে ৩৬ কোটি ৬৫ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়। যৌথভাবে কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সালেহ অ্যান্ড ব্রাদার্স’ ও ‘কামরুল অ্যান্ড ব্রাদার্স’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৭ জুন কাজ শুরু করে আগামী বছরের ৬ মার্চ শেষ করার কথা। কিন্তু কাজ শুরুর আগেই জুন মাসে ঠিকাদারকে ৭ কোটি ৭৮ লাখ টাকা বিল পরিশোধের চাহিদা দেখিয়ে প্রধান কার্যালয়ে বিল পাঠায় সুনামগঞ্জ সওজ। কিন্তু তহবিল সংকটের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ কোটি ৯০ লাখ টাকার বিল দেওয়া হয়।