শীত যে চলে এসেছে, ত্বকই সেটা বলে দিচ্ছে। বাড়তি ময়েশ্চারাইজার ব্যবহারের সময়ও তাই চলে এসেছে। ঠোঁটে লাগানোর জন্য পেট্রোলিয়াম জেলি বা লিপবামের কদরও তাই বেড়ে গেছে। কিনতে তো পাওয়াই যায়, তবে সবচেয়ে ভালো হয় নিত্যব্যবহার্য এই সৌন্দর্য পণ্য যদি বাড়িতেই বানানো যায়। প্রাকৃতিক উপাদান ব্যবহারের পাশাপাশি নিজের হাতে বানানো হয় বলে স্বাস্থ্যবিধির দিকটিও তাহলে নিশ্চিত করা যায়। চলুন জেনে নিই তিন ধরনের লিপবাম বানানোর নিয়ম।
গোলাপের লিপবাম
উপকরণ: ১ চা-চামচ গ্লিসারিন, ১ চা-চামচ পেট্রোলিয়াম জেলি, ১ চা-চামচ গোলাপের পাপড়ি ফোটানো পানি।
পদ্ধতি: সব কটি উপকরণ একটি বাটিতে নিয়ে নিন। আরেকটি পাতিলে পানি নিন।এবার উপকরণসহ বাটিটি পানির মধ্যে বসিয়ে দিন। পানি এবং উপকরণের বাটিসহ পাতিলটি চুলার ওপর দিন। কিছুক্ষণ জ্বাল দিয়ে সব কটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। গরম পানিতে বসিয়েও কাজটি করা যায়। ঠান্ডা করে কাচের বয়ামে রাখুন। ফ্রিজে সংরক্ষণ করুন। চুলায় জ্বাল দেওয়া হলে দুই সপ্তাহ ধরে লিপবামটি ব্যবহার করা যাবে। না হলে এক সপ্তাহ ভালো থাকবে।
উপকারিতা: গ্লিসারিনের কারণে ঠোঁট বাড়তি ময়েশ্চারাইজার পাবে। পেট্রোলিয়াম জেলির কারণে নরম থাকবে। গোলাপের পাপড়ির পানি ঠোঁটের কালো দাগ দূর করতে সহায়তা করবে।